reporterঅনলাইন ডেস্ক
  ১৩ মে, ২০২২

করোনায় প্রথম মৃত্যুর খবর দিল উত্তর কোরিয়া

রাজধানী পিয়ংইয়ং-এ একজন শিক্ষার্থীর তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। গেটি ইমেজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর দিয়েছে উত্তর কোরিয়া। মৃত্যুর খবর নিশ্চিত করে দেশটির রাষ্ট্র-নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে, আরও হাজার হাজার মানুষ করোনার লক্ষণ নিয়ে ভুগছে।

খবরে বলা হয়েছে, জ্বরে আক্রান্ত ছয়জন মারা গেছেন। এদের মধ্যে একজন করোনার অমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন। দেশটিতে এক লাখ সাতাশি হাজার মানুষ জ্বরে ভুগছেন, যাদের আলাদা রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

যদিও উত্তর কোরিয়া এই প্রথমবারের মতো করোনায় মৃত্যুর খবর দিল। কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন, সেখানে আগে থেকেই করোনা সংক্রমণের অস্তিত্ব ছিল।

রাজধানী পিয়ংইয়ং-এ অমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে এবং সেখানে লকডাউন জারি করা হয়েছে। তবে কত মানুষ আক্রান্ত হয়েছেন, সে পরিসংখ্যান দেওয়া হয়নি। রাজধানীর বাইরেও সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

রাষ্ট্র-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম বলছে, এপ্রিলের শেষ সপ্তাহ থেকে দেশজুড়ে এক ধরণের অজানা জ্বরের বিস্ফোরণ ঘটেছে। প্রায় সাড়ে তিন লাখ মানুষের মধ্যে জ্বরের লক্ষণ রয়েছে। তবে এদের মধ্যে কতজন করোনা পজিটিভ, সেটি জানানো হয়নি। সূত্র : বিবিসি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উত্তর কোরিয়া,করোনাভাইরাস,মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close