reporterঅনলাইন ডেস্ক
  ১২ মে, ২০২২

প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রীর শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে। বৃহস্পতিবার (১২ মে) দেশটির স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে তাকে শপথবাক্য পাঠ করান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। খবর ডেইলি মিরর।

দীর্ঘদিন ধরেই শ্রীলঙ্কার একজন আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালন করছেন রনিল বিক্রমাসিংহে। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত দ্বীপ রাষ্ট্রটিকে স্থিতিশীল করার প্রয়াসে শ্রীলঙ্কার হাল ধরছেন তিনি।

এর আগে শান্তিপূর্ণ সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় গোতাবায়ার বড় ভাই মাহিন্দা রাজাপাকসের সমর্থকরা। এরপরই সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি। তার পদত্যাগে মন্ত্রিসভা ভেঙে যায় এবং শ্রীলঙ্কায় প্রশাসনিক শূন্যতা দেখা দেয়।

রনিলকে প্রধানমন্ত্রী নির্বাচনকে সঙ্কটের কারণে সৃষ্ট সহিংসতার অবসান এবং আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারের একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। কারণ শ্রীলঙ্কার সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে একটি বেলআউট প্যাকেজ নিয়ে আলোচনা করছে।

শপথগ্রহণ শেষে আশীর্বাদ পেতে নতুন ওয়ালুকারমা প্রধানমন্ত্রী মন্দিরে যান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রধানমন্ত্রী,শপথ,বিক্রমাসিংহে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close