reporterঅনলাইন ডেস্ক
  ১০ মে, ২০২২

করোনায় আরও ৭৮৪ জনের মৃত্যু

বিশ্বজুড়ে করোনা মহামারির প্রকোপ কমলেও একেবারে শেষ হয়ে যায়নি। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৪০৪ জন। এ নিয়ে করোনায় মোট শনাক্ত হয়েছে ৫১ কোটি ৭৩ লাখ ৯ হাজার ৫৬০ জন।

এ সময়ে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৭৮৪ জনের। এতে করে বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৬২ লাখ ৭৬ হাজার ৭৬৩ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ৪৭ কোটি ১৮ লাখ ৯১ হাজার ৩১ জন। আর গত একদিনে নতুন করে সুস্থ হয়েছে ২ লাখ ৮৬ হাজার ৭৩৪ জন। মঙ্গলবার (১০ মে) ওয়ার্ল্ডওমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনায় মৃত্যু হয়েছে রাশিয়াতে ১১৮ জনের। এতে করে দেশটিতে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৬ হাজার ৯৪৬ জনের। এ সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৪৪৭ জন।

গত একদিনে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে নতুন করে ৪০ হাজার ৬৪ জন। এ সংখ্যা নিয়ে দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭৫ হাজার ৪৪ হাজার ৩৯৮ জন। আর নতুন করে ৭১ জনের মৃত্যু হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মহামারি,বিশ্ব,করোনা,মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close