reporterঅনলাইন ডেস্ক
  ০৯ মে, ২০২২

মেলেনি ভারতীয় নাগরিকত্ব, ৮০০ হিন্দু শরণার্থীর ঠিকানা পাকিস্তানই

প্রতিনিধিত্বশীল সংগৃহীত ছবি

প্রায় ৮০০ হিন্দু শরণার্থী ভারতে নাগরিকত্ব পেতে ব্যর্থ হয়ে ২০২১ সালে পাকিস্তানে ফিরে গেছেন। এ তথ্য জানিয়েছে ভারতের বেসরকারি সংস্থা সীমান্ত লোক সংগঠন (এসএলএস)।

এ অবস্থায় অনলাইন আবেদন প্রক্রিয়াটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এসএলএস জানায়, ধর্মীয় নিপীড়নের কারণে নাগরিকত্ব পেতে প্রায় ৮০০ হিন্দু ভারতে এসেছিলেন। পরে রাজস্থান থেকে ২০২১ সালে তারা প্রতিবেশী দেশটিতে ফিরে যান।

এ সংগঠন ভারতে পাকিস্তানি সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করে থাকে। তারা জানায়, নাগরিকত্ব আবেদনে কোনো অগ্রগতি না দেখে তাদের অধিকাংশই পাকিস্তানে ফিরে যান।

এসএলএস সভাপতি সিং সোধা বলেন, যদি কোনো পরিবারের সদস্যসংখ্যা ১০ হয়, তাহলে পাকিস্তান হাইকমিশনে পাসপোর্ট নবায়ন করতে তাদের এক লাখ রুপির বেশি খরচ হয়। কঠিন দারিদ্র্যের মধ্যে থাকা এই মানুষরা ভারতে এসেছেন। এত টাকার চাপে পড়া তাদের সামর্থ্যের বাইরে।

তিনি আরও বলেন, অনলাইনে আবেদনের পাশাপাশি ডিস্ট্রিক্ট কালেক্টরদের কাছে সশরীরও কাগজপত্র জমা দিতে হয়। এটা আবেদনকারীদের জন্য বাড়তি বিড়ম্বনা। সূত্র : দ্য হিন্দু

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাকিস্তান,হিন্দু শরণার্থী,ভারতীয় নাগরিকত্ব
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close