reporterঅনলাইন ডেস্ক
  ০৮ ফেব্রুয়ারি, ২০২২

সংকট এড়াতে ইরানের সাথে পরমাণু আলোচনা

ছবি : সংগৃহীত

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের সঙ্গে পরমাণু চুক্তি পুনরুদ্ধারের লক্ষ্যে চূড়ান্ত পর্যায়ের আলোচনা শুরু হতে যাচ্ছে৷ সেই প্রচেষ্টা বিফল হলে ইরানের হাতে পরমাণু অস্ত্র তৈরির ক্ষমতা চলে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

ইউক্রেন সংকট এড়াতে বিশ্বব্যাপী তৎপরতার মাঝেই মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) থেকে আরও একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ শুরু হচ্ছে৷ ইরানের সঙ্গে আন্তর্জাতিক সমাজের পরমাণু চুক্তি পুনরুদ্ধার করতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির সঙ্গে ইরানের প্রতিনিধিরা গত মাসের শেষেও মিলিত হয়েছিলেন বটে, কিন্তু সে যাত্রায় বিশেষ অগ্রগতি হয় নি৷

কিন্তু সব পক্ষের সম্মতিসহ ২০১৫ সালের পরমাণু চুক্তি আবার কার্যকর করার ক্ষেত্রে সম্প্রতি কিছু ইতিবাচক ইঙ্গিতের পর আবার সংলাপ শুরু হচ্ছে৷ এমনকি মার্কিন প্রশাসনও আশার আলো দেখছে৷ যদিও গত বছর থেকে আলোচনা প্রক্রিয়ায় সে দেশ পরোক্ষভাবে অংশ নিচ্ছে।

উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে একতরফাভাবে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বাতিল করেছিলেন৷

বেশ কয়েকজন বিশেষজ্ঞের মতে, ট্রাম্প প্রশাসন পরমাণু চুক্তি বাতিল করার পর ইরানও চুক্তির শর্ত এত বেশি লঙ্ঘন করেছে, যে কয়েক সপ্তাহের মধ্যে সে দেশ একটি পরমাণু অস্ত্র তৈরির জন্য যথেষ্ট ফিসাইল উপকরণ হাতে পেয়ে যেতে পারে৷ বাইডেন প্রশাসন তাই এমন পর্যায়ে সরাসরি আলোচনায় অংশ নিতে চাইলেও ইরানের অনুরোধে এখনো সে দেশকে পরোক্ষ আলোচনা চালাতে হচ্ছে৷ সদিচ্ছা দেখাতে শুক্রবার যুক্তরাষ্ট্রে ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে৷ ফলে অন্যান্য দেশ ও কোম্পানি মার্কিন নিষেধাজ্ঞার ভয় ছাড়াই সে ক্ষেত্রে অংশ নিতে পারবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, মঙ্গলবারের আলোচনায় মার্কিন প্রশাসনের কিছু জবাবের উপর বোঝাপড়া নির্ভর করবে৷ তবে অর্থনৈতিক সুবিধার পথে সব বাধা কার্যকরভাবে দূর করলে তবেই বোঝাপড়া সম্ভব বলে ইরান মনে করছে।

রুশ মধ্যস্থতাকারী মিখাইল উলিয়ানভ বলেন, চূড়ান্ত বোঝাপড়ার খসড়াও প্রস্তুত হয়ে গেছে৷ কয়েকটি খুঁটিনাটি বিষয়ের নিষ্পত্তি বাকি রয়েছে মাত্র৷ তার মতে, আলোচনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে।

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস পরমাণু চুক্তি সংক্রান্ত আলোচনা সম্পর্কে আশা প্রকাশ করেন৷ তার মতে, সিদ্ধান্ত ও অগ্রগতির সময় এসে গেছে৷ আলোচনার সময়সীমা আর বাড়ানো উচিত হবে না বলে তিনি মনে করেন৷ সূত্র: এএফপি, ডয়চে ভেলে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইরান,পরমাণু চুক্তি,পুনরুদ্ধার,আলোচনা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close