reporterঅনলাইন ডেস্ক
  ০৮ ফেব্রুয়ারি, ২০২২

ইতালি থেকে ৭ মরদেহ ঢাকায় পৌঁছবে শনি ও রবিবার

ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ঠাণ্ডায় জমে মৃত্যু হওয়া সাত বাংলাদেশির মরদেহ আগামী শনিবার ও রবিবার ভিন্ন দুটি ফ্লাইটে ঢাকায় পৌঁছবে। ইতালিস্থ বাংলাদেশ দূতাবাস গতকাল সোমবার রাতে এ তথ্য জানায়।

সাতজনের মধ্যে কয়েকজনের মরদেহ আগামী বৃহস্পতিবার পাঠানো হবে। সেগুলো ঢাকায় পৌঁছবে শনিবার। বাকিদের মরদেহ আগামী শুক্রবার ইতালি থেকে পাঠানো হবে, ঢাকায় পৌঁছবে রবিবার।

গত ২৫ জানুয়ারি সাত বাংলাদেশি লিবিয়া থেকে অবৈধভাবে ইউরোপে যাওয়ার সময় ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের কাছে ভূমধ্যসাগরে প্রচণ্ড ঠাণ্ডায় মারা যান। সাত বাংলাদেশির মধ্যে পাঁচজনের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়। এ ছাড়া একজনের বাড়ি সুনামগঞ্জে এবং অন্যজনের কিশোরগঞ্জে।

এসব পরিবারের প্রত্যাশা অনুযায়ী, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ইতালিস্থ বাংলাদেশ দূতাবাস মরদেহগুলো দেশে পাঠাচ্ছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইতালি,মাদারীপুর,সুনামগঞ্জে,কিশোরগঞ্জ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close