reporterঅনলাইন ডেস্ক
  ০৭ ফেব্রুয়ারি, ২০২২

বিজেপি ছাড়লেন ত্রিপুরার বিধায়ক

ত্রিপুরার বিজেপি নেতা সুদীপ রায় বর্মণ

অবশেষে দলত্যাগ করলেন ভারতের ত্রিপুরার বিজেপি নেতা সুদীপ রায় বর্মণ। সোমবার (৭ ফেব্রুয়ারি) বিধানসভার সদস্যপদ ত্যাগ করেন সুদীপ এবং আশিস কুমার। তারপর দুজনেই বিজেপির প্রাথমিক সদস্য পদ ছাড়েন।

আনন্দবাজার জানায়, বিজেপির মধ্যে বিপ্লব দেবের বিরোধী শিবিরের ‘প্রধান মুখ’ হিসাবে পরিচিত সুদীপ রায় বর্মণ। ত্রিপুরা পৌরসভার ভোটের সময় তার তৃণমূলে যোগদানের সম্ভাবনার কথা শোনা গিয়েছিল। যদিও তিনি তখন উচ্চবাচ্য করেননি। তবে আজ হঠাৎই প্রথমে বিধায়ক পদ, তারপর বিজেপি ছাড়লেন সুদীপ।

এরপরই ত্রিপুরার রাজনীতিতে আলোচনা, এবার কি তৃণমূলে যোগ দেবেন তারা? এখনই এ নিয়ে অবশ্য সুদীপ রায় বর্মণ কিছু জানাননি। তবে রাজনৈতিক মহলের একাংশের ধারণা, ঘাসফুলের দিকেই ঢলেছেন সুদীপ।

প্রসঙ্গত, বেশ কয়েক মাস আগে কলকাতায় এসে তৃণমূল নেতৃত্বের সঙ্গে দেখা করেন সুদীপ। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে ত্রিপুরায় উত্তেজনার প্রেক্ষিতে বিপ্লব সরকারের সমালোচনা করতেও শোনা যায় তাকে। পৌরসভা নির্বাচনের আগে পুলিশকে চিঠি দিয়ে উপযুক্ত পদক্ষেপ করতেও অনুরোধ করেছিলেন তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সুদীপ রায় বর্মণ,বিজেপি,ত্রিপুরা,দলত্যাগ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close