reporterঅনলাইন ডেস্ক
  ৩১ জানুয়ারি, ২০২২

ভারতে আয়ুর্বেদ পরীক্ষায় প্রথম মুসলিম ছাত্রী

আয়ুর্বেদ পরীক্ষায় প্রথম মুসলিম ছাত্রী ডা. লিফম রোশনারা। ছবি : সংগৃহীত

ভারতের কর্নাটক রাজ্যে আয়ুর্বেদ এমডিতে (ফিজিওথেরাপি) প্রথম হয়েছেন ডা. লিফম রোশনারা নামের এক মুসলিম ছাত্রী।

রবিবার (৩০ জানুয়ারি) কলকাতা থেকে প্রকাশিত প্রাচীন বাংলা পত্রিকা পুবের কলম এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার গুরুপুরের ওই ছাত্রী বেঙ্গালুরুর রাজিব গান্ধী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মুদাবিদ্রির আলওয়াস কলেজের আয়ুর্বেদ এমডিতে (ফিজিওথেরাপি) রাজ্যে প্রথম স্থান অধিকার করেছেন।

এর আগে ২০২১ সালের নভেম্বরে অনুষ্ঠিত ওই পরীক্ষায় তিনি ৬৫৬ নম্বর পেয়ে স্বর্ণপদক অর্জন করেন। ডা. লিফম রোশনারা গুরুপুরের ব্যবসায়ী ইয়াকুব-সালেখা দম্পতির সন্তান। তার বোন আয়েশা জাহানারা একজন আইনজীবী।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত,আয়ুর্বেদ পরীক্ষায়,মুসলিম ছাত্রীদের
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close