reporterঅনলাইন ডেস্ক
  ২৯ জানুয়ারি, ২০২২

রাশিয়ার প্রতি সদয় ইউক্রেন!

ছবি: রয়টার্স

রাশিয়ার আগ্রাসনের ব্যাপারে বাড়াবাড়ি রকমের ভীতি সৃষ্টি না করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

গতকাল (শুক্রবার) বিদেশি গণমাধ্যমকে ব্রিফ করার সময় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, আমি মনে করি না আগের চেয়ে বর্তমানে রাশিয়ার সঙ্গে উত্তেজনা অনেক বেশি। বিদেশিদের মধ্যে এমন একটি ধারনা সৃষ্টি হয়েছে যেন এখানে যুদ্ধ চলছে, কিন্তু ব্যাপারটি আসলে সেরকম কিছু না।

তিনি পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে আরো বলেছেন, এই বাড়াবাড়ি রকমের ভীতি ছড়ানোর কারণে ইউক্রেনের অর্থনীতির ওপর চাপ বাড়ছে।

তিনি পশ্চিমা রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েনের ব্যাপারে বাড়াবাড়ি রকমের ভীতি ছড়াবেন না। আমাদের এই ধরনের ভীতির প্রয়োজন নেই।

সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, আমাদের জন্য সব চেয়ে বড় ঝুঁকি হচ্ছে দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। কারণ সমস্ত জায়গা থেকে ইঙ্গিত দেয়া হচ্ছে যেন আগামীকাল যুদ্ধ শুরু হবে। এর জন্য আমাদের দেশকে কতটা মূল্য দিতে হবে?

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাশিয়া,আগ্রাসন,ভীতি,ইউক্রেন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close