reporterঅনলাইন ডেস্ক
  ২৯ জানুয়ারি, ২০২২

বর্ধমানে কোভিড ওয়ার্ডে আগুন লেগে এক নারীর মৃত্যু

ছবি : সংগৃহীত

ভারতের বর্ধমান মেডিকেল কলেজের কোভিড ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে এক করোনা রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) ভোর রাতে এ ঘটনা ঘটে। একজন করোনা রোগী প্রথম আগুন দেখতে পান। তারপর তিনি বাকিদের ঘুম ভাঙান। আগুন লাগার পর হাসপাতালের কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ। তবে নিরাপত্তার গাফিলতির কথা অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রবীর সেনগুপ্ত বলেন, এ ঘটনা খুবই দুঃখজনক। আগুন লাগার কারণ জানতে খুব শীঘ্রই একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে।

তবে শট সার্কিট থেকে আগুন লাগেনি বলেই প্রাথমিক তদন্তের পর অনুমান দমকল বাহিনীর। দমকল কর্মকর্তা দীপক সেন বলেন, আমরা যখন ঘটনাস্থলে পৌঁছয় তখন আগুন নিয়ন্ত্রণে। কোভিড ওয়ার্ডের বিছানার উপর দেশলাই এবং লাইটার ছিল। সেখান থেকেও আগুন লাগতে পারে। তবে সম্পূর্ণ তদন্তের আগে নিশ্চিত হয়ে কিছু বলা সম্ভব না।

হাসপাতাল সূত্রে জানা যায়, মৃতার নাম সন্ধ্যা মণ্ডল (৬০)। তিনি পূর্ব বর্ধমানের গলসির বড়মুড়িয়া গ্রামের বাসিন্দা। মৃতের মেয়ে রানু মণ্ডলের বলেন, আমাদের ঢুকতে দিলে মাকে বাঁচানো যেত।

হাসপাতালের কোভিড ওয়ার্ডের অন্য রোগীর আত্মীয় শত্রুঘ্ন মণ্ডলের অভিযোগ, আগুন লাগার সময় হাসপাতালের নিরাপত্তারক্ষীসহ অন্য কর্মীরা ঘুমোচ্ছিলেন। তারা ডাকাডাকি করার পরেই কর্মীরা তৎপর হন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত,বর্ধমান মেডিকেল কলেজ,অগ্নিকাণ্ড,করোনা রোগীর মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close