reporterঅনলাইন ডেস্ক
  ২৯ জানুয়ারি, ২০২২

ঝড়ের আশঙ্কায় যুক্তরাষ্ট্রে দেড় হাজার ফ্লাইট বাতিল

শীতকালীন প্রবল ঝড়ের আশঙ্কায় যুক্তরাষ্ট্রে শনিবারের (২৯ জানুয়ারি) প্রায় দেড় হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সিএনএন অনলাইন এ তথ্য জানিয়েছে।

ফ্লাইট পর্যবেক্ষণ সাইট ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, শুক্রবার সতর্কতা হিসেবে কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়ের আশঙ্কায় শনিবার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের প্রায় দেড় হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।

এগুলোর মধ্যে বোস্টনের লোগান বিমানবন্দর থেকে জেটব্লু ও ডেল্টা এয়ারলাইন্সের ২৩১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া নিউইয়র্ক থেকে বাতিল করা হয়েছে প্রায় ২০০ ফ্লাইট।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর জানিয়েছে, শীতকালীন ঝড় ‘কেনানের’ প্রভাবে দেশের পূর্ব ও উত্তর-পূর্ব উপকূলে তীব্র তুষারপাত ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়টি ধীরে ধীরে শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর তীব্রতা সবচেয়ে শক্তিশালী হারিকেনের সমতুল্য হতে পারে।

সিএনএন জানিয়েছে, নিউ ইংল্যান্ডের ওপর দিয়ে বয়ে যেতে পারে বিপজ্জনক মাত্রার তুষারঝড়। ঝড়ের কারণে বিস্তৃত এলাকা বিদ্যুৎহীন হয়ে যেতে পারে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যুক্তরাষ্ট্র,ফ্লাইট বাতিল,ঝড়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close