reporterঅনলাইন ডেস্ক
  ২৮ জানুয়ারি, ২০২২

বরফের চাদরে ঢেকেছে মসজিদুল আকসা

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিনে অবস্থিত মুসলিম জনগোষ্ঠীর প্রথম কেবলা মাসজিদুল আকসা। সম্প্রতি ওই এলাকায় বিরল তুষারপাতের ঘটনা ঘটেছে। ফলে মসজিদ চত্বরসহ জেরুসালেমের অধিকাংশ এলাকা এখন ঢাকা পড়েছে বরফে। এমনকি বরফের আস্তরণে মসজিদের গম্বুজটিও সাদা বর্ণ ধারণ করেছে।

এমন বৈরী আবহাওয়ার কারণে ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর থেকে ইসরাইলের নিয়ন্ত্রণে থাকা জেরুসালেমে প্রবেশের পথ বন্ধ করে দিয়েছে পুলিশ।

শহরের রাস্তায় বরফ জমে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া তুষারপাতে জমে যাওয়ায় স্কুল-কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিশুরা শহরের রাস্তায় বরফ নিয়ে খেলা করছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মধ্যপ্রাচ্য,তুষারপাত,মাসজিদুল আকসা,জেরুসালেম
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close