reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জানুয়ারি, ২০২২

হাইতিতে ভূমিকম্পে নিহত ২, আহত ৫০

ফাইল ছবি

হাইতির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সোমবার (২৪ জানুয়ারি) ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩। এতে অন্তত দুজন নিহত হয়েছে।

ভূমিকম্পের পর বেশ কয়েকবার পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে। দেশটির রাজধানী পোর্ট অব প্রিন্স থেকে ১৩০ কিলোমিটার পশ্চিমে উপকূলীয় ছোট শহর ইন আনছে আ ভিউতে ভূমিকম্পের সময় দেওয়াল ধসে এক নারী মারা গেছেন।

সেখান থেকে আরও ২০ কিলোমিটার দক্ষিণের ইন ফন্ডস দেস নেগরেস শহরে ভূমিধসে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নাগরিক সুরক্ষা অধিদপ্তরের তথ্যমতে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল নিপস জেলায়। সেখানে প্রায় ২শ বাড়ি ধ্বংস হয়েছে এবং ৬শ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নিহতদের বয়স সম্পর্কে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

উদ্ধারকারী দল জানায়, প্রায় ৫০ জন আহত হয়েছে। এক ঘণ্টারও কম সময়ে প্রায় ডজনখানেক পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে। পরাঘাতগুলো ছিল ৫ দশমিক ১ মাত্রার। সূত্র : এএফপি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হাইতি,ভূমিকম্প,পোর্ট অব প্রিন্স
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close