reporterঅনলাইন ডেস্ক
  ২১ জানুয়ারি, ২০২২

প্রার্থনা করতে গিয়ে গির্জায় পদদলিত হয়ে নিহত ২৯

ছবি : সংগৃহীত

লাইবেরিয়ার একটি গির্জায় পদদলিত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী মনরোভিয়ায় এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দেশটির তথ্য প্রতিমন্ত্রী জালাওয়াহ তনপো।

তিনি বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, ২৯ জন মারা গেছেন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে রাজধানীর নিউ ক্রু টাউন এলাকার চার্চটিতে সারা রাতব্যাপী এক প্রার্থনা সভার আয়োজন করেন খ্রিস্টান ধর্মানুসারী বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শীদের একজন এক্সোডাস মরিয়াস বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, প্রার্থনা চলাকালীন অস্ত্রধারী একটি দল চার্চের ভিড়ের মধ্যে ডাকাতির চেষ্টা চালালে তাড়াহুড়ো করে সবাই বের হতে গেলে এই পদদলিতের ঘটনা ঘটে।

তিনি বলেন, আমরা দেখলাম একদল লোক চাপাতি ও অন্যান্য অস্ত্র নিয়ে ভিড়ের দিকে আসছে। দৌঁড়ানোর সময়, কিছু লোক ছিটকে পড়ে এবং অন্যরা মাটিতে তাদের ওপর দিয়ে চলে যায়। তবে পুলিশ জানিয়েছে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এই ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জর্জ উইয়েহ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লাইবেরিয়া,গির্জা,প্রার্থনা,পদদলিত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close