reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জানুয়ারি, ২০২২

ভারতে নৌবাহিনীর যুদ্ধজাহাজে বিস্ফোরণ, নিহত ৩

ফাইল ছবি : আনন্দবাজার

মুম্বাইয়ে ভারতীয় নৌবাহিনীর ডকইয়ার্ডে একটি যুদ্ধজাহাজে বিস্ফোরণে তিন নৌসেনা নিহত ও আরও ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) নৌবাহিনীর ডেস্ট্রয়ার আইএনএস রানভিরে এ ঘটনা ঘটে।

যুদ্ধজাহাজটিতে বিস্ফোরণ ঘটলেও বড় ধরনের সম্পদাহানির কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। ঘটনাটি অনুসন্ধান করে দেখার জন্য একটি তদন্ত বোর্ড গঠন করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম জানায়, আইএনএস রানভির একটি সোভিয়েত আমলের ডেস্ট্রয়ার এবং ভারতীয় নৌবাহিনীর সবচেয়ে পুরোনো যুদ্ধজাহাজগুলোর একটি। ১৯৮৬ সালের এপ্রিলে এটি ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছিল।

এক বিবৃতিতে নৌবাহিনীটি বলেছে, মঙ্গলবার মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে দুর্ভাগ্যাজনক একটি ঘটনা ঘটেছে। আইএনএস রানভিরের একটি অভ্যন্তরীণ কম্পার্টমেন্টে বিস্ফোরণ ঘটে তিন নৌসেনার মৃত্যু হয়েছে।

জাহাজের ক্রুদের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে তারা। স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে বিস্ফোরণটি ঘটে। জাহাজটি তখন নোঙর করা ছিল। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিস্ফোরণ,ভারত,যুদ্ধজাহাজ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close