reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জানুয়ারি, ২০২২

আফগানিস্তানে ভূমিকম্প, নিহত বেড়ে ২৬

আফগানিস্তানে ভূমিকম্পে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতির মুখে পড়েছে দেশটির পশ্চিমাঞ্চলের নানা অবকাঠামো। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩।

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের বাদগিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি বলেন, ভূমিকম্পের সময় প্রদেশের ক্বাদিস জেলায় ভবনের ছাদ ধসে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচ নারী ও চার শিশু রয়েছে। আহত হয়েছেন চারজন। ক্ষতি হয়েছে প্রদেশের মুক্বর জেলাতেও।

এদিকে ভূমিকম্পে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন আফগানিস্তানের জরুরিবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা মোল্লা জানানও। তিনি বলেন, ভূমিকম্পে সাত শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। সূত্র : এএফপি ও আলজাজিরা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৃত্যু,আফগানিস্তান,ভূমিকম্প
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close