reporterঅনলাইন ডেস্ক
  ১৫ জানুয়ারি, ২০২২

ইউক্রেন ইস্যুতে এরদোগান-বরিস ফোনালাপ

ফাইল ছবি।

ইউক্রেন ইস্যু নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সাথে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

শুক্রবার (১৪ জানুয়ারি) ফোনে কথা হয় দুই নেতার। এ সময় ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশ নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানান তারা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের সীমান্তে রাশিয়ান সেনা সমাবেশ নিয়ে দুই নেতা উদ্বেগ জানিয়েছেন। আরও উত্তেজনা এড়াতে ন্যাটোর সম্মিলিত সংকল্পের ওপর জোর দিয়েছেন তারা। বিদ্যমান সংকটের একটি সমাধানে পৌঁছানোর জন্য ন্যাটোর মাধ্যমে কাজ চালিয়ে যেতে যুক্তরাজ্য ও তুরস্ক প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে আনাদোলু এজেন্সি জানিয়েছে, ফোনালাপে সিরিয়া ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা হয়েছে দুই নেতার। এছাড়া জলবায়ু পরিবর্তন ও শরণার্থী ইস্যু নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক ইস্যুর বাইরে ফোনালাপে দুই নেতা দ্বিপাক্ষিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আকাঙ্ক্ষা নিয়েও কথা বলেন এই দুই রাষ্ট্রপ্রধান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইউক্রেন,এরদোগান-বরিস,ফোনালাপ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close