reporterঅনলাইন ডেস্ক
  ১৪ জানুয়ারি, ২০২২

আফগানিস্তান থেকেই করা যাবে পিএইচডি : তালেবান

এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে আফগানিস্তান প্রাচীনকাল থেকেই পরিচিত। দেশটিতে দুই ধরনের শিক্ষাব্যবস্থা বিদ্যমান। একটি হল প্রাচীনকাল থেকে প্রচলিত মাদ্রাসা ব্যবস্থা, অন্যটি হল পশ্চিমা শিক্ষাব্যবস্থার অনুসরণে প্রবর্তিত শিক্ষা।

বর্তমানে দেশটির বিশ্ববিদ্যালয় থেকেই মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করা যাবে। এমন কথা জানিয়েছেন তালেবানের অন্তর্বতী সরকারের ভারপ্রাপ্ত উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী আবদুল বাকি হাক্কানি।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম খামা নিউজ এক প্রতিবেদনে হাক্কানির মন্তব্য তুলে ধরেন।

তিনি জানান, মাস্টার্স ও পিএইচডি উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ করে দেওয়ার জন্য আফগানিস্তানেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।

তিনি বলেন, চিকিৎসা, প্রকৌশল, ধর্মতত্ত্ব (ইসলামিক স্টাডিজ) এবং কৃষির ওপর পিএইচডি করা যাবে আফগান বিশ্ববিদ্যালয় থেকে।

আফগানিস্তানে ১৫০টি সরকারি বিশ্ববিদ্যালয় আছে। তবে তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর থেকে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকায় দেশটির হাজার হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বহির্বিশ্বে পাড়ি জমাচ্ছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তালেবান,পিএইচডি,আফগানিস্তান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close