reporterঅনলাইন ডেস্ক
  ১১ জানুয়ারি, ২০২২

আমিরাতের ড্রোন ভূপাতিত, ইয়েমেন সেনাবাহিনীর মুখপাত্র

ছবি : ইন্টারনেট

সংযুক্ত আরব আমিরাতের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের সেনাবাহিনী।

আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনীর মুখ্যপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেনের দক্ষিণের শাবু প্রদেশের আকাশে একটি গোয়েন্দা ড্রোন শনাক্ত করার পর সেটিকে ধ্বংস করা হয়েছে। এটি ধ্বংস করতে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। শত্রুতামূলক তৎপরতার কারণে এটিকে ভূপাতিত করা হয়।

গত কয়েক মাসে বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করেছে ইয়েমেনের সেনাবাহিনী। এর মধ্যে সৌদি আরবের অ্যাটাক ড্রোনও রয়েছে।২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব এবং তার কয়েকটি মিত্র দেশ ইয়েমেনের বিরুদ্ধে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে।

সৌদি আগ্রাসনে ইয়েমেনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে লক্ষ্য হাসিল করতে পারেনি আগ্রাসী জোট। কারণ প্রথম থেকেই হুথি আনসারুল্লাহ সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী আগ্রাসী জোটকে বেশ ভালোভাবেই মোকাবেলা করছে।

সুত্র: পার্সটুডে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইয়েমেন সেনাবাহিনী,ড্রোন,সংযুক্ত আরব আমিরাত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close