reporterঅনলাইন ডেস্ক
  ১০ জানুয়ারি, ২০২২

ফের চার বছর কারাদণ্ড সু চির 

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে আরও চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

অবৈধভাবে ওয়াকিটকি আমদানি এবং সেটি রাখার দায়সহ করোনাভাইরাস বিধিনিষেধ ভঙ্গের কারণে তাকে এই সাজা দেয়া হয়। খবর স্কাই নিউজ।

গত মাসে আরও দু’টি মামলায় অভিযুক্ত হয়েছিলেন সু চি। এরপর তাকে চার বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। পরে সেই সাজা কমিয়ে দুই বছর করা হয়।

মিয়ানমারের সেনাবাহিনী গত বছরের এক ফেব্রুয়ারি দেশটির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেয়। এরপর ৭৬ বছর বয়সী সু চির বিরুদ্ধে প্রায় এক ডজন অভিযোগ দায়ের করে জান্তা সরকার।

এদিকে, সু চির সমর্থকরা বলছেন, নিজেদের কর্মকাণ্ডকে বৈধতা দিতে এবং তাদের নেত্রীকে রাজনীতি থেকে দূরে রাখতে এমনটা করছে মিয়ানমার জান্তা সরকার।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সু চি,কারাদণ্ড,মিয়ানমার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close