reporterঅনলাইন ডেস্ক
  ৩০ নভেম্বর, ২০২১

দক্ষিণ আফ্রিকার চিকিৎসকেরা ওমিক্রনের উপসর্গ নিয়ে যা বলছেন

সম্প্রতি করোনার নতুন ধরন বি.১.১.৫২৯ শনাক্ত হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ওমিক্রন। দক্ষিণ আফ্রিকায় ওমিক্রনে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। আক্রান্ত রোগীদের ৮১ শতাংশের বসবাস গাওতেং প্রদেশে।

সেখানে চিকিৎসক হিসেবে কর্মরত ডা. উনবেন পিল্লায়। তিনি এক সংবাদ সম্মেলনে সেখানকার পরিস্থিতি বর্ণনা করে জানান, করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের বেশির ভাগেরই উপসর্গ মৃদু।

তিনি বলেন, ডেলটাসহ করোনার আগের সব ধরনের চেয়ে এটি অনেক বেশি সংক্রামক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, নতুন এ ধরন বিশ্বের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।

রোগীদের মধ্যে মৃদু উপসর্গ দেখা দেয়। জ্বর জ্বর অনুভূতি, শুকনা কাশি, জ্বর, রাতে ঘাম ও গায়ে প্রচণ্ড ব্যথার মতো উপসর্গ রয়েছে। তবে স্বাদ ও গন্ধ পাওয়া যায় বলেও জানান এই চিকিৎসক।

তিনি মনে করেন, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যাদের টিকা নেওয়া আছে, তাদের অবস্থা টিকা না নেওয়া মানুষদের তুলনায় ভালো।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উপসর্গ,ওমিক্রন,দক্ষিণ আফ্রিকা,চিকিৎসক,করোনাভাইরাস,মহামারি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close