reporterঅনলাইন ডেস্ক
  ২১ নভেম্বর, ২০২১

মেক্সিকোতে ৩৭ বাংলাদেশিসহ ৬০০ অভিবাসী আটক

ছবি : সংগৃহীত

মেক্সিকোতে ৩৭ বাংলাদেশিসহ ৬০০ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে দেশটির পুলিশ।

শুক্রবার (১৯ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় একটি এলাকার দু’টি ট্রাকের পেছনের অংশ থেকে তাদেরকে আটক করা হয়।

রবিবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) শনিবার (২০ নভেম্বর) জানায়, আটককৃত অভিবাসনপ্রত্যাশীরা ট্রাক দু’টির পেছনের অংশে লুকিয়ে ছিলেন। আটককৃত এসব অভিবাসীদের বেশিরভাগই পার্শ্ববর্তী দেশ গুয়েতেমালার নাগরিক। এদের মধ্যে ৩৭ জন বাংলাদেশি। জানাযায়, আটককৃত অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ৪৫৫ জন পুরুষ ও ১৪৫ জন নারী। এছাড়া জাতীয়তার হিসেবে আটককৃতদের মধ্যে ৪০১ জন গুয়াতেমালার, ৫৩ জন হন্ডুরাসের, ৪০ জন ডোমিনিকান রিপাবলিকের, ৩৭ জন বাংলাদেশের, ২৭ জন নিকারাগুয়ার, ১৮ জন এল সালভাদরের নাগরিক। এছাড়া কিউবার ৮ জন, ঘানার ৬ জন, ভেনেজুয়েলা ও ইকুয়েডরের ৪ জন করে এবং ভারতের ও ক্যামেরুনের একজন করে নাগরিক রয়েছেন।

মেক্সিকোর মাইগ্রেশন ইনস্টিটিউট আরো জানিয়েছে, আটককৃত অভিবাসনপ্রত্যাশীদের বিষয়ে দু’টি সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। হয় তাদের সকলকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে, নয়তো তাদের সবাইকেই বসবাসের সুযোগ দেওয়া হবে।

এদিকে রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রে প্রবেশ করতেই মূলত মধ্য আমেরিকা অঞ্চল থেকে এসব অভিবাসী মেক্সিকোতে ঢুকেছিলেন।

আটককৃত এসব অভিবাসনপ্রত্যাশীরা জানায়, নিজ দেশের সহিংসতা ও দরিদ্রতা থেকে বাঁচতেই তারা দেশ ছেড়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মেক্সিকো,৬০০ অভিবাসী,আটক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close