reporterঅনলাইন ডেস্ক
  ২৭ অক্টোবর, ২০২১

পাকিস্তানে নিষিদ্ধ গোষ্ঠীর সাথে সংঘর্ষে ৪ পুলিশ নিহত

ছবি : সংগৃহীত

পুলিশের সঙ্গে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত একটি ইসলামি গোষ্ঠীর বিক্ষোভ মিছিলে সংঘর্ষে চার পুলিশ নিহত হয়েছেন। এতে পুলিশ ও বিক্ষোভকারী উভয় পক্ষের অনেকে হতাহত হয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির শীর্ষ নেতারা। পাকিস্তানের জাতীয় দৈনিক ডন এ খবর জানিয়েছে।

বুধবার (২৪ অক্টোবর) দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্জাবে তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) সদস্যদের সঙ্গে পুলিশের এই সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশের অন্তত চার সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫৩ জন।

ডন জানিয়েছে, আহত পুলিশ সদস্যদের দু’টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাটিতে আগামী দুই মাসের জন্য পাক রেঞ্জার্স মোতায়েন করা হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স পাঞ্জাব পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, টিএলপির কর্মীরা পুলিশের বিরুদ্ধে একে-৪৭, এসএমজি এবং পিস্তল ব্যবহার করেছেন। এ কারণেই পুলিশ বাহিনীতে হতাহতের পরিমাণ বেড়েছে।

অন্যদিকে, তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান পৃথক এক বিবৃতিতে বলেছে, বুধবারের সংঘাতে তাদেরও বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাকিস্তান,সংঘর্ষ,পুলিশ নিহত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close