reporterঅনলাইন ডেস্ক
  ২৭ অক্টোবর, ২০২১

সুদানের সেনাপ্রধান বললেন, গৃহযুদ্ধ এড়াতে সরকার উৎখাত

সুদানে বিক্ষোভ, ছবি : সংগৃহীত

সুদানে গৃহযুদ্ধ এড়াতে সরকারকে উৎখাত করেছি। শিঘ্রই বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতা ফিরিয়ে দেয়া হবে। দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল বোরহান সামরিক অভ্যুত্থানের ব্যাপারে এ ব্যাখ্যা দিয়েছেন।

গত মঙ্গলবার (২৬ অক্টোবর) প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদুক সহ কয়েকজন মন্ত্রীকে গ্রেফতার এবং মন্ত্রিসভা বাতিল করার মধ্যদিয়ে দেশের ক্ষমতা দখলের পর গতকালই প্রথমবার সুদানের সেনাপ্রধান সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সেখানে তিনি জনগণের ক্ষোভ এবং উদ্বেগ কমানোর চেষ্টা করেন এবং এজন্য তিনি বারবার বলেছেন, বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতা ফিরিয়ে দেয়া হবে।

জেনারেল বুরহান বলেন, আমরা গত সপ্তাহে দেশে যে বিপজ্জনক কর্মকাণ্ড দেখেছি তার কারণে মন্ত্রিসভা ভেঙে দিতে এবং দেশের নিয়ন্ত্রণভার গ্রহণ করতে এগিয়ে এসেছি। তা না হলে দেশে গৃহযুদ্ধের আশঙ্কা ছিল।

সেনাপ্রধান আরো বলেন, আমরা সুদানের জনগণ এবং পুরো বিশ্ববাসীকে নিশ্চিত করছি যে, ক্ষমতা হস্তান্তরের অংশ হিসেবেই এ ব্যবস্থা নেয়া হয়েছে এবং বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, গত সোমবার জেনারেল বোরহান টেলিভিশনে দেয়া ভাষণের মাধ্যমে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সুদানের সেনাপ্রধান,গৃহযুদ্ধ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close