reporterঅনলাইন ডেস্ক
  ২৬ অক্টোবর, ২০২১

সুদানে বিক্ষোভে সেনাদের গুলি, নিহত ৩

সুদানে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ করেছেন দেশটির নাগরিকরা। এতে গুলি চালিয়েছে সেনাবাহিনী। সামরিক বাহিনীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮০ জন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৫ অক্টোবর) সকালে সুদানের সেনাবাহিনী প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর জরুরি অবস্থার ঘোষণা দেন জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। তবে জরুরি অবস্থা ভেঙে রাজধানী খার্তুমসহ বিভিন্ন শহরে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদ জানান কয়েক হাজার মানুষ।

প্রসঙ্গত, সুদানে ২০২৩ সালে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। গত মাসে দেশটিতে অভ্যুত্থানচেষ্টা হয়। তবে অভ্যুত্থানের ওই চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সুদান,বিক্ষোভ,সামরিক উত্থান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close