reporterঅনলাইন ডেস্ক
  ২৫ অক্টোবর, ২০২১

করোনাভাইরাস

বিশ্বে কমল মৃত্যু ও শনাক্ত

বিশ্বে গত ২৪ ঘণ্টায় কমল করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত। নতুন করে মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৬৮ জনের। আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৮ হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য বলছে, সোমবার (২৫ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ৪৪ লাখ ২৩ হাজার জনের। মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৬৩ হাজার ৬৫৩ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ২২ কোটি ১৪ লাখের বেশি মানুষ।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৬৩ লাখ ১২ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৭ লাখ ৫৬ হাজার ৩৬২ জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৮৯ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৪ হাজার ৭৪৩ জনের।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ১৭ লাখ ২৯ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৬ লাখ ৫ হাজার ৬৮২ জনের।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনাভাইরাস,বিশ্ব,মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close