reporterঅনলাইন ডেস্ক
  ২৪ অক্টোবর, ২০২১

পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পাচ্ছে কাশ্মীর-অমিত শাহ

ভূ-স্বর্গ কাশ্মীর, ছবি : সংগৃহীত

অবশেষে জম্মু ও কাশ্মীর পূর্ণ রাজ্য হিসেবে মর্যাদা ফিরে পাবে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ।

শনিবার (২৪ অক্টোবর) কাশ্মীর সফরে গিয়ে এ প্রতিশ্রুতি দেন তিনি। তবে তা বাস্তবায়ন হবে নির্বাচনের পর। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবর।

সূত্র জানায়, তিন দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে জম্মু-কাশ্মীর পৌঁছান অমিত শাহ। ২০১৯ সালের আগস্টে ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর এ প্রথম জম্মু-কাশ্মীর সফর করেন তিনি।

শ্রীনগর বিমানবন্দরে পৌঁছে অমিত শাহ দেখা করতে যান জম্মু-কাশ্মীরের নিহত পুলিশ কর্মকর্তা পারভেজ আহমদের পরিবারের সঙ্গে।

জানা যায়, কয়েক দিন আগে জঙ্গিদের হাতে নিহত হন এই পুলিশ কর্মকর্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পারভেজের স্ত্রীর সঙ্গে দেখা করে তাকে চাকরির প্রস্তাব দেন। এসময় অমিত বলেন, এই পুলিশকর্মীর আত্মবলিদান মনে রাখবে গোটা দেশ।

চলতি মাসে কাশ্মীর উপত্যকায় জঙ্গি হামলায় নিহত হয়েছেন ১১ জন সাধারণ নাগরিক। এ সময় হামলা চালানো হয়েছে পরিযায়ী শ্রমিক এবং কাশ্মীরি পণ্ডিতদের উপরও।

এর আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজপি নেতা অমিত শাহকে শ্রীনগর বিমানবন্দরে তাকে স্বাগত জানান উপ রাজ্যপাল মনোজ সিনহা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কাশ্মীর,অমিত শাহ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close