বাংলা প্রেস, নিউ ইয়র্ক

  ২৩ অক্টোবর, ২০২১

নিউরোসায়েন্টিস্ট ড. আফিয়া সিদ্দিকির মুক্তির দাবিতে বিক্ষোভ

ছবি : প্রতিদিনের সংবাদ

যুক্তরাষ্ট্রের কারাগারে দীর্ঘদিন বন্দি থাকা পাকিস্তানি নিউরোসায়েন্টিস্ট ড. আফিয়া সিদ্দিকির মুক্তির দাবিতে যুক্তরাষ্টের নিউ ইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কে পাকিস্তানি কনস্যুলেট অফিসের সামনে অনুষ্ঠিত এই বিক্ষোভে কয়েক শত লোক অংশ নেন। বিক্ষোভকারীরা পাকিস্তানের সরকারের প্রতি আফিয়া সিদ্দিকির মুক্তি এবং তাকে দেশে ফিরিয়ে নেয়ার দাবিতে উদ্যোগ নেয়ার আহ্বান জানান। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন (সিএআইআর) সহ মোট ২০টির বেশি মানবাধিকার ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভের আয়োজন করা হয়।

ড. আফিয়া সিদ্দিকিকে ২০০৮ সালে মার্কিন সৈন্যকে হত্যা চেষ্টার অভিযোগে আফগানিস্তানের গজনি প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে মার্কিন আদালতে বিচার শুরু করা হয়। মার্কিন আদালত ২০১০ সালে তাকে ৮৬ বছরের কারাদণ্ড দেয়।

এর আগে ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে গ্রাজুয়েশন করেন আফিয়া সিদ্দিকি। পরে ২০০১ সালে বোস্টনের ব্র্যানডিস বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তিনি। পরে ২০০৩ সালে পাকিস্তানে ফিরে আসেন তিনি। পরিবারের মতে, পাকিস্তানে ফেরার পরপরই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা সিদ্দিকি ও তার তিন সন্তানকে অপহরণ করে। পরে ২০০৮ সালে আফিয়া সিদ্দিকিকে আফগানিস্তানের গজনি থেকে গ্রেপ্তার করা হয়।

ড. সিদ্দিকি বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট ওর্থের ফেডারেল মেডিক্যাল সেন্টার (এফএমসি) জেলখানায় রয়েছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যুক্তরাষ্ট্র,পাকিস্তানি কনস্যুলেট,ড. আফিয়া সিদ্দিকি,মুক্তির দাবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close