reporterঅনলাইন ডেস্ক
  ২০ অক্টোবর, ২০২১

প্রিয়াঙ্কা গান্ধী আবারও আটক

ছবি : এনডিটিভি

পুলিশি হেফাজতে নিহত এক ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় ভারতে আবারও আটক হলেন প্রিয়াঙ্কা গান্ধী।

বুধবার (২০ অক্টোবর) দুপুরে উত্তর প্রদেশ থেকে আগ্রা ফেরার পথে লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়ের প্রথম টোল প্লাজায় তাকে আটক করে পুলিশ। এ ঘটনায় বিক্ষোভ করেন কংগ্রেস নেতাকর্মীরা।

গাড়ি থামানোর পর টুইটারে প্রিয়াঙ্গা লিখেছেন, সরকার এত ভয়ে আছে কেন? অরুণ বাল্মিকী পুলিশের হেফাজতে মারা গেছেন। তার পরিবার ন্যায়বিচার চায়। আমি ওই পরিবারের সঙ্গে দেখা করতে চাই। উত্তর প্রদেশ সরকারের কীসের এত ভয়? আমাকে কেন থামানো হলো?

উত্তর প্রদেশ পুলিশ বলছে, যথাযথ অনুমতি না থাকায় প্রিয়াঙ্কা গান্ধীকে থামানো হয়েছে। খবর এনডিটিভির।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আটক,প্রিয়াঙ্কা গান্ধী,উত্তর প্রদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close