reporterঅনলাইন ডেস্ক
  ২০ অক্টোবর, ২০২১

বিশাল বিমান মহড়া চালাতে যাচ্ছে ইরান

ইরানি যুদ্ধবিমান ও ড্রোন

ইরানের বিমান বাহিনী দেশজুড়ে বিশাল সামরিক মহড়া চালাতে যাচ্ছে। এ মহড়ায় যুক্ত হবে ইরানের পাঁচটি সামরিক বিমানঘাঁটি এবং বিভিন্ন ধরনের বিমান তাতে যোগ দেবে।

ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহেদি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে বুধবার (২০ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার এ মহড়া অনুষ্ঠিত হবে। একদিনের এ মহড়ায় কয়েক ডজন জঙ্গিবিমান, বোমারু বিমান, সামরিক পরিবহন বিমান ও গোয়েন্দা বিমানসহ বিভিন্ন ধরনের বিমান এবং ড্রোন অংশ নেবে।

এ মহড়ায় বোয়িং-৭০৭ এবং ৭৪৭ থেকে জ্বালানি সরবরাহ করার অনুশীলন চালানো হবে। এছাড়া দেশে তৈরি কারার, কিয়ান, আবাবিল, আরাশ ও কামান নামের ড্রোন মোতায়েন করা হবে। এসব ড্রোনে রকেট, প্রিসিশন-গাইডেড মিসাইল, দীর্ঘ পাল্লার স্মার্ট বোমা ও রাডারে জ্যাম সৃষ্টিকারী যন্ত্রপাতি বসানো আছে।

এরইমধ্যে বিমানঘাঁটিগুলোতে সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। পাঁচটি ঘাঁটির মধ্যে ইস্ফাহান প্রদেশের শহীদ বাবায়ি ঘাঁটি ও উত্তর আজারবাইজান প্রদেশের শহীদ ফাকুরি বিমানঘাঁটি রয়েছে, জানান জেনারেল ওয়াহেদি। খবর পার্সটুডের।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিমান মহড়া,ইরান,ড্রোন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close