reporterঅনলাইন ডেস্ক
  ২০ অক্টোবর, ২০২১

করোনা : বিশ্বে বেড়েছে সংক্রমণ ও মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৭ হাজার বেশি মানুষ মারা গেছেন। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখের বেশি। এক দিনের হিসাবে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য বলছে, বুধবার (২০ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯ লাখ ২৮ হাজার ৮১১ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ২৩ লাখ ২৪ হাজার ২৭২ জনের। বিশ্বে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২১ কোটি ৯৬ লাখ ৭০ হাজার ৪৬০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ১৪৬ জন। এর আগের দিন করোনায় মারা ৪ হাজার ২৩৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ১০ হাজার ৬১৪ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় হয়েছে হয়েছে ৩ লাখ ১ হাজার ৭৩৮ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৫৯ লাখ ৯৬ হাজার ৫০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৪৮ হাজার ৬৫২ জন মানুষ মারা গেছেন। এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৮ হাজার ৩২৩ জনের। মারা গেছেন ৪ লাখ ৫২ হাজার ৬৮৪ জন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৃত্যু,সংক্রমণ,করোনা,বিশ্ব
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close