reporterঅনলাইন ডেস্ক
  ১৭ অক্টোবর, ২০২১

যৌন হয়রানির প্রতিবাদ করায় চাকরি হারালেন নারী

ছবি : ইন্টারনেট

প্রাতিষ্ঠানিক যৌন হয়রানি ও বৈষম্যের বিরুদ্ধে লড়তে গিয়ে বরখাস্ত হলেন মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলে কর্মরত জেনেকে পারিস নামের এক নারী কর্মী।

শুক্রবার (১৫ অক্টোবর) ভুক্তভোগী ওই নারী যুক্তরাষ্ট্রভিত্তি গণমাধ্যম সিএনএনকে নিজেই চাকরি থেকে বরখাস্ত হওয়ার খবর জানান।

সিএনএন’র প্রতিবেদনে জানা যায়, চাকরিচ্যুত জেনেকে পারিস অ্যাপলের প্রোগ্রাম ম্যানেজার ছিলেন। যৌন নিপীড়নের বিরুদ্ধে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া #মিটু আন্দোলনের মতো #অ্যাপলটু আন্দোলনের একজন সংগঠক ছিলেন। গত বৃহস্পতিবার তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

একান্ত সাক্ষাৎকারে ওই নারী জানান, তার বিরুদ্ধে গণমাধ্যমে তথ্য দেওয়া ও অফিসের কম্পিউটার-ল্যাপটপ থেকে অনেক গুরুত্বপূর্ণ ফাইল মুছে ফেলার অভিযোগ তুলে তাকে বরখাস্ত করেছে অ্যাপল।

তিনি সিএনএনকে আরো বলেন, গত কয়েক সপ্তাহের মধ্যে কোম্পানি কর্তৃপক্ষ অফিসের অন্য সহকর্মীর কাছ থেকে যৌন ইঙ্গিতবহ আচরণ ও বয়স নিয়ে কটুকথা বলছিলেন। এর মধ্যে ধর্ষণ ও আত্মহত্যার মতো আরও কিছু বিষয় ছিল।

এ বিষয়ে প্রশ্ন করা হলে অ্যাপল কর্তৃপক্ষ গণমাধ্যমে কথা বলতে অস্বীকৃতি জানায়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অ্যাপল,যৌন হয়রানি,বরখাস্ত,জেনেকে পারিস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close