reporterঅনলাইন ডেস্ক
  ১৭ অক্টোবর, ২০২১

বাংলাদেশি খাদ্য সরবরাহকারীকে ছুরিকাঘাতে হত্যা

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৫১ বছর বয়সী এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিউইয়র্ক শহরের ম্যানহাটনে একটি ফাস্টফুড কোম্পানির খাদ্য সরবরাহ করতে গিয়ে এ হমলার স্বীকার হন তিনি। খবর এবিসি নিউজ-এর।

শনিবার (১৬ অক্টোবর) ভোরে বাংলাদেশি এ প্রবাসীকে ছুরিকাঘাত করে তার মোটরসাইকেলটি ছিনতাই করা হয়।

ম্যানহাটনের পুলিশ জানিয়েছে, স্থানীয় রুজভেল্ট পার্কের কাছে লোয়েস্ট ইস্ট সাইডের হেস্টার স্ট্রিটে ওইদিন স্থানীয় সময় ১টা ৫০ মিনিটের দিকে একজন ৫১ বছর বয়সী ব্যক্তিকে মুখে রক্ত ও পেটে ছুরিকাঘাত করা অবস্থায় মাটিতে পড়ে কাতরাতে থাকতে দেখেন। ঘটনাস্থলে তার হেলমেট, খাদ্য বহনকারী ব্যাগ, ক্যান, জুস প্যাকেট পড়ে থাকতে দেখা যায়।

এ ঘটনা তদন্তের স্বার্থে ম্যানহাটনে এফডিআর পার্ক বন্ধ করে দিয়েছে পুলিশ। এরই মধ্যে পার্ক থেকে খুনের আলামত উদ্ধার করা হয়েছে। গোয়েন্দারা সন্দেহভাজনকে খুঁজছেন।

এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আহতাবস্থায় এই বাংলাদেশিকে বেলভিউ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশি ছুরিকাঘাত,যুক্তরাষ্ট্র
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close