reporterঅনলাইন ডেস্ক
  ১৭ অক্টোবর, ২০২১

ভারতের কেরালায় প্রবল বৃষ্টির কারণে পাঁচজন নিহত 

ছবিঃ সংগৃহীত

ভারতের কেরালায় শনিবার প্রবল বৃষ্টির কারণে তলিয়ে গেছে রাস্তাঘাট ও যানবাহন। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র।

জানা যায়, কেরালার দক্ষিণ ও মধ্যবর্তী জেলাগুলো বৃষ্টির কারণে তলিয়ে গেছে। কোট্টায়াম ও ইদুক্কি জেলায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে ছয়টি জেলার রেড অ্যালার্ট এবং ছয়টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে বৃষ্টিপাতের ভিডিও ভাইরাল হয়েছে। কোট্টায়াম জেলার একটি ভিডিওতে দেখা গেছে, প্রবল বৃষ্টিতে রাস্তা যেন নদীতে রূপ নিয়েছে। আর জলমগ্ন রাস্তায় একটি বাস প্রায় অর্ধেকের বেশি তলিয়ে গেছে । যাত্রীরা বের হয়ে আসার চেষ্টা করছেন।

এদিকে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যার কবলে পড়ে একটি গাড়ি ভেসে যাওয়ায় থোডপুজায় দুজনের মৃত্যু হয়েছে। ওই গাড়ির ভেতর থেকে একজন নারী ও একজন পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে বলে গণমাধ্যমটি জানিয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কেরালায় বৃষ্টি,পাঁচজন নিহত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close