reporterঅনলাইন ডেস্ক
  ১৬ অক্টোবর, ২০২১

যুক্তরাষ্ট্রের টেক্সাসে গর্ভপাত বিরোধী আইন ফের চালু

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বিতর্কিত গর্ভপাত বিরোধী আইন পুনরায় চালু হলো। বাইডেন প্রশাসনের অনুরোধ উপেক্ষা করেই এ আইন বহাল রাখার নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১৫অক্টোবর) বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ খবর জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিগত ৫০ বছরের মধ্যে এই প্রথম দেশটিতে গর্ভপাত নিয়ে এ রকম নিষেধাজ্ঞা এসেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়। এর আগে তীব্র প্রতিবাদের মুখে টেক্সাসে সম্প্রতি পাস হওয়া গর্ভপাত বিরোধী আইন সাময়িকভাবে বাতিল করেছিল দেশটির একটি আদালত। ওই আইনের মাধ্যমে গর্ভধারণের ছয় সপ্তাহ পর গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছিল।

জানা যায়, কয়েকদিন আগেই ওই আইনের বৈধতা চ্যালেঞ্জের মুখে পড়ায় আইনটি কার্যকর না করার অনুরোধ জানিয়েছিল বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের জেলা জজ রবার্ট পিটম্যান সেই অনুরোধ অনুমোদন করেছিলেন।

টেক্সাস অঙ্গরাজ্যে পাস হওয়া ওই আইন গত মাসে কার্যকর হয়। একে যুক্তরাষ্ট্রের গর্ভপাতবিষয়ক সবচেয়ে কঠোর আইন বলা হচ্ছিল। এরপর থেকে ওই আইনের প্রতিবাদে রাস্তায় নেমে আসেন নারীরা।

উল্লেখ্য, ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ‘রো বনাম ওয়েড’ নামের ঐতিহাসিক রায়ে মার্কিন নারীদের গর্ভপাতে বৈধতা দেওয়া হয়েছিল। রো বনাম ওয়েড আইনের প্রসঙ্গ তুলে টেক্সাসের গর্ভপাতবিরোধী নতুন আইনের সমালোচনা করেছিলেন আন্দোলনকারীরা। নতুন আইনকে ১৯৭৩ সালের ‘রো বনাম ওয়েড’ আইনের লঙ্ঘন বলে দাবি করছিলেন তারা। এসবের পরিপ্রেক্ষিতেই এই নতুন সিদ্ধান্ত নিয়েছে আদালত।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গর্ভপাত,যুক্তরাষ্ট্রের টেক্সাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close