reporterঅনলাইন ডেস্ক
  ১৩ অক্টোবর, ২০২১

নিয়ন্ত্রণ হারিয়ে এক হাজার ফুট নিচে বাস, নিহত ৩২

নেপালে বাস দুর্ঘটনায় অন্তত ৩২ জন মারা গেছেন। এ ঘটনায় আরো ১৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ অক্টোবর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় মুগু জেলায় এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৪৫ জন যাত্রী ছিলেন।

জানা গেছে, গতকাল দুপুরে দেশটির মুগু জেলায় একটি বাসে করে ভ্রমণ করছিলেন বহু যাত্রী। পাহাড়ি পথে চলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং প্রায় ১ হাজার ফুট (৩০০ মিটার) নিচে পড়ে যায়। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে।

নেপালের সংবাদমাধ্যমগুলো দুর্ঘটনার বেশ কিছু ছবি প্রকাশ করেছে। সেখানে উদ্ধারকর্মীদেরকে হতাহতদের এবং ব্যাগসহ তাদের অন্য জিনিসপত্র বহন করতে দেখা যায়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এছাড়া নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির পুলিশ। সূত্র : কাঠমান্ডু পোস্ট

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নেপাল,বাস দুর্ঘটনা,হতাহত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close