অন্তর্জাতিক ডেক্স

  ১০ অক্টোবর, ২০২১

রাশিয়ায় প্লেন বিধ্বস্ত, নিহত ১৬ 

রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। এল-৪১০ মডেলের প্লেনটিতে ২৩ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

রবিবার (১০ অক্টোবর) দেশটির তাতারস্তান প্রজাতন্ত্রের মেনজেলিনস্ক শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

রুশ সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিমান বিধ্বস্ত ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।

দেশটির জরুরি সহায়তাবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার মধ্যাঞ্চলের তাতারস্তানে স্থানীয় সময় রবিবার সকাল ৯টা ২৩ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দু’জন পাইলটও রয়েছেন। অন্যদিকে ধ্বংসস্তুপের ভেতর থেকে ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আরটি জানিয়েছে, বিধ্বস্ত এই বিমানটি এল-৪১০ মডেলের। আকাশপথে সেবা দিয়ে থাকে স্থানীয় এমন একটি ক্লাব এই বিমানটির মালিক। উড্ডয়নের পরপরই মাটিতে আছড়ে পড়ে বিমানটি। বিমানটি মাটিতে আছড়ে পড়ার পরই এর ইঞ্জিনসহ সামনের অংশটি ধ্বংস হয়ে যায়। অবশ্য এর পেছনের অংশে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

উদ্ধারকর্মীদের বরাত দিয়ে আরটি জানায়, বিমানটিতে ২৩ জন আরোহী ছিলেন। তাদের বেশিরভাগই স্কাইডাইভার।

সূত্র: আরটি, এএফপি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাশিয়া,প্লেন বিধ্বস্ত,১৬ নিহত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close