reporterঅনলাইন ডেস্ক
  ২৮ সেপ্টেম্বর, ২০২১

ফ্রান্সের প্রেসিডেন্টকে আবারও ডিম নিক্ষেপ

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ রেস্টুরেন্ট ও হোটেলবিষয়ক একটি বাণিজ্য মেলা পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে হঠাৎই একজন দর্শনার্থী তাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন। এ ঘটনা ঘটে সোমবার (২৭ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের লিও শহরে।

ছুড়ে মারা ডিমটি ম্যাক্রোঁর কাঁধে আঘাত করে। তবে সেটি ভাঙেনি। ঘটনার পরপর ডিম ছুড়ে মারা ব্যক্তিকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন নিরাপত্তারক্ষীরা।

এ সময় ফরাসি প্রেসিডেন্ট জানান, ডিম ছুড়ে মারা ওই ব্যক্তির সঙ্গে পরে কথা বলবেন। যদি তিনি (ডিম ছুড়ে মারা ব্যক্তি) আমাকে কিছু বলতে চান, তবে তাকে বলতে দেওয়া হবে।

প্রসঙ্গত, এমানুয়েল ম্যাক্রোঁর ওপর এর আগেও ডিম ছুড়ে মারা হয়েছিল। ২০১৭ সালে তিনি তখন ফরাসি প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়ছিলেন, প্যারিসে জাতীয় কৃষি মেলা পরিদর্শনের সময় তার ওপর ডিম ছুড়ে মারা হয়। চলতি বছরের জুনে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় ভ্যালেন্স শহরে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে করমর্দনের সময় হঠাৎই এক ব্যক্তি ম্যাক্রোঁকে চড় মারেন। খবর এএফপির।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফ্রান্সের প্রেসিডেন্ট,ডিম নিক্ষেপ,এমানুয়েল ম্যাক্রোঁ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close