reporterঅনলাইন ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর, ২০২১

সরকার গঠনে এগিয়ে এসপিডি, আশা ছাড়ছে না লাশেট

ছবি : সংগৃহীত

জার্মানির সংসদ নির্বাচনের পাশাপাশি দেশটির দুটি রাজ্য মেকলেনবুর্গ ওয়েস্টার্ন পমেরানিয়া ও বার্লিনে এসপিডি দল সরকার গড়তে যাচ্ছে। সামান্য ব্যবধান হলেও ওলাফ শলৎসের নেতৃত্বে এসপিডি দল জয় লাভ করেছে। তবে অ্যাঙ্গেলা মার্কেলের ইউনিয়ন শিবিরের নেতা আরমিন লাশেট এখনো পরাজয় মেনে না নেওয়ায় সরকার গঠনের প্রক্রিয়া জটিল হতে পারে৷ সমর্থনে বিশাল ঘাটতি সত্ত্বেও লাশেট সরকার গড়ার আশায় রয়েছেন।

জার্মানির সংসদের উচ্চকক্ষ বুন্ডেসরাট ১৬টি রাজ্যের প্রতিনিধিদের মঞ্চ৷ সব গুরুত্বপূর্ণ আইন সেখানেও অনুমোদন করাতে হয়৷ ফলে যে দলের হাতে বেশিরভাগ রাজ্যের রাশ রয়েছে,সেই দলের জোর যথেষ্ট বেশি৷ মুখ্যমন্ত্রী মানুয়েলা শভেসিকের নেতৃত্বে রাজ্য মেকলেনবুর্গ ওয়েস্টার্ন পমেরানিয়ায় এসপিডি দল প্রায় ৪০ শতাংশ ভোট পেয়ে বিশাল জয়ের মুখ দেখেছে৷ অপরদিকে,সিডিইউ দলের ভরাডুবি হয়েছে৷ প্রায় ১৩ শতাংশ ভোট পেয়ে ঐতিহাসিক বিপর্যয়ের মুখ দেখেছে আঙ্গেলা মার্কেলের দল৷

এমন স্পষ্ট জয়ের পর এসপিডি জোট সরকার গড়ার একাধিক সুযোগ পাবে৷ রাজ্যের কাণ্ডারী হিসেবে প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে এমন জয়ের মুখ দেখে মুখ্যমন্ত্রী শভেসিক গভীর সন্তুষ্টি প্রকাশ করেন৷ বার্লিন রাজ্যের শাসক মেয়র হিসেবে শপথ নিতে চলেছেন মার্কেলের মন্ত্রিসভার প্রাক্তন সদস্য ফ্রানৎসিস্কা গিফাই৷ এসপিডি দলের এই নেতাকে পিএইচডি থিসিসে অনিয়মের অভিযোগে সরে দাঁড়াতে হয়েছিল৷ সবুজ দল প্রায় ১৯ শতাংশ ভোট পেয়ে তার জয়কে কিছুটা ম্লান করে দিয়েছে৷ ফলে তাকে তিন দলের জোট সরকার গঠন করতে হবে৷ শুধ্যু লোয়ার স্যাক্সনি রাজ্যে এসপিডি দলকে ক্ষমতা ধরে রাখতে হবে৷

২০০৫ সালের পর এসপিডি এমন সাফল্য অর্জন করলো৷ প্রসঙ্গত, ২০২২ সালে জার্মানির চারটি রাজ্যে আবার নির্বাচন অনুষ্ঠিত হবে৷ সিডিইউ নেতা আরমিন লাশেটের নর্থরাইন ওয়েস্টফেলিয়াও তার মধ্যে রয়েছে৷ এসপিডি দলের জয়যাত্রা অব্যাহত থাকলে এই রাজ্যও সিডিইউ-র হাতছাড়া হতে পারে৷ রবিবারের সংসদ নির্বাচনে এসিপিডি নর্থরাইন ওয়েস্টফেলিয়ায় সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে৷ সূত্রঃ ডয়চে ভেলে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সরকার গঠন,জার্মানি,এসপিডি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close