reporterঅনলাইন ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর, ২০২১

‘এক বছরের মধ্যে মহামারি শেষ হতে পারে’

যুক্তরাষ্ট্রের টিকা প্রস্তুতকারক কোম্পানি মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফানি ব্যানসেল বলেছেন, এক বছরের মধ্যেই করোনাভাইরাস মহামারি শেষ হতে পারে।

সুইজারল্যান্ডের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, টিকার উৎপাদন বৃদ্ধি মানুষের মধ্যে অ্যান্টিবডি তৈরি।

মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, গত ছয় মাসে করোনার টিকা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আগামী বছরের মাঝামাঝিতে প্রতিষেধকটি সবাইকে দেওয়া সম্ভব হবে। প্রয়োজনে বুস্টার ডোজও দেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, যারা টিকা পাবেন না, তাদেরও প্রাকৃতিকভাবে রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে।

স্টেফানি ব্যানসেল বলেন, যারা টিকা নেবেন, আসন্ন শীত তাদের বেশ আনন্দে কাটবে। কিন্তু যারা টিকা নেবেন না, তারা আক্রান্ত হওয়ার ঝুঁকিতেই থাকবেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মহামারি,করোনাভাইরাস,টিকা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close