reporterঅনলাইন ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর, ২০২১

ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে ৫ পর্বতারোহীর মৃত্যু

ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রাস। এটি রাশিয়ার নর্থ ককেশাস অঞ্চলে অবস্থিত। এই পর্বতে উঠার সময় তুষারঝড়ে পড়ে ১৯ পর্বতারোহীর একটি দল। এতে পাঁচজনের মৃত্যু হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পর্বতটির উচ্চতা হাজার ৬৪২ মিটার বা ১৮ হাজার ৫১০ ফুট। এর ১৬ হাজার ফুট উচ্চতায় ওঠার পর বৃহস্পতিবার তুষারঝড় শুরু হয়। খবরটি শুক্রবার নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

খবরে আরও বলা হয়েছে, ‘পাঁচজনের মৃত্যুর পর বাকি ১৪ পর্বতারোহীকে নিচের আজাও উপত্যকায় নামিয়ে আনা হয়েছে। তুষাঝড়ের সময় চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যে তাদের উদ্ধার করা হয়। ওই সময় প্রচণ্ড ঝড়ো বাতাসের সঙ্গে তাপমাত্রা ছিল শূন্য ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে এবং চারপাশে কিছুই দেখা যাচ্ছিল না।

পর্বতারোহণের আয়োজক কোম্পানি জানিয়েছে, ওই পর্বতারোহীদের সাথে চারজন পেশাদার গাইড ছিল।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পর্বতারোহীর মৃত্যু,পর্বতশৃঙ্গ,ইউরোপ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close