reporterঅনলাইন ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর, ২০২১

আবারো ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরাইল

ছবি : ইন্টারনেট

ইসরাইলে ইহুদিদের সুকোত উৎসব পালন নির্বিঘ্ন করতে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত হেবরনের এর ইব্রাহিমি মসজিদকে সেনাবাহিনী কর্তৃপক্ষ মুসলিমদের জন্য বন্ধ করে দেয় । মিডল ইস্ট মনিটরে এ সংবাদ প্রকাশ করা হয়েছে।

হেবরনের ইব্রাহিমি মসজিদের পরিচালক শেখ হাফতি আবু স্নেইনা বলেন, ইসরাইলি সেনাবাহিনী হেবরনের এ ইব্রাহিমি মসজিদের ওরফে আল-খলিল মসজিদ প্রশাসনকে বলে, মঙ্গলবার রাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত এ মসজিদ বন্ধ থাকবে । ইসরাইলি সেনারা হেবরনের পুরাতন শহরাঞ্চলে সাধারণ ফিলিস্তিনিদের চলাচলের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছে। যাতে করে ফিলিস্তিনিরা শহরে প্রবেশ করতে না পারে। ইহুদিদের সুকোত উৎসব পালনে যেন কোনো অসুবিধা না হয় তাই হেবরন শহরে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুসারে, চলতি মাসে হেবরনের ইব্রাহিমি মসজিদকে এই নিয়ে তৃতীয়বারের মতো বন্ধ করা হলো । যাতে করে ইসরাইলে ইহুদিরা তাদের ধর্মীয় স্থানগুলোতে নির্বিঘ্নে প্রবেশ করতে পারে এবং তাদের উৎসবগুলো পালন করতে পারে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইসরাইল,ইহুদি,সুকোত উৎসব,হেবরন,মসজিদ,বন্ধ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close