reporterঅনলাইন ডেস্ক
  ২১ সেপ্টেম্বর, ২০২১

শান্তি দিবসে যুদ্ধবিরতির ডাক জাতিসংঘের

ফাইল ছবি

আন্তর্জাতিক শান্তি দিবস আজ। এ উপলক্ষে বিশ্বব্যাপী ২৪ ঘণ্টার জন্য যুদ্ধবিরতির ডাক দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শান্তি দিবসের এক বার্তায় তিনি বলেন, ‘মানবতার এক সংকটময় মুহূর্তে এ বছর আন্তর্জাতিক শান্তি দিবস এসেছে। কভিড-১৯ আমাদের বিশ্বটাকে একেবারে ওলটপালট করে দিয়েছে। সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। জলবায়ু জরুরি পরিস্থিতি দিনে দিনে আরো গুরুতর হচ্ছে।’

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘অসমতা ও দারিদ্র্য আরো বাড়ছে। যেকোনো সময়ের চেয়ে সংহতি ও সহযোগিতা যখন সবচেয়ে জরুরি, তখন অবিশ্বাস ও বিভক্তি মানুষকে পরস্পর থেকে দূরে ঠেলে দিচ্ছে।’

আন্তোনিও গুতেরেস বলেন, ‘মানব পরিবার হিসেবে আমরা এমন এক অবশ্যম্ভাবী পরিস্থিতির মুখোমুখি হয়েছি, যেখানে যেকোনো একটি বিকল্প বেছে নিতে হবে, শান্তি অথবা দীর্ঘস্থায়ী সংকট। আমাদের অবশ্যই যেকোনো একটি বিকল্প বেছে নিতে হবে। এ কারণেই আজ আমি ২৪ ঘণ্টার যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।’

জাতিসংঘ মহাসচিব তার বাণীতে দীর্ঘস্থায়ী, টেকসই শান্তির জন্য প্রতিদিনই একজোট হয়ে কাজ করে সংকটগুলো মোকাবেলার ওপর জোর দিন। তিনি বলেন, ‘কভিড-১৯-এর জীবন রক্ষাকারী চিকিৎসা ও টিকা সরবরাহের জন্য আমাদের জরুরি ভিত্তিতে শান্তি প্রয়োজন। মহামারি মোকাবেলা করে ঘুরে দাঁড়াতে এবং ভেঙে পড়া ব্যবস্থা ও জীবন পুনর্গঠনে আমাদের শান্তি প্রয়োজন।’

আন্তোনিও গুতেরেস বলেন, ‘অসমতা কমাতে ও সমতা নিশ্চিত করতে আমাদের শান্তি প্রয়োজন। পরস্পরের ওপর আস্থা ফেরাতে এবং সঠিক তথ্য ও বিজ্ঞানে বিশ্বাস রাখতে আমাদের শান্তি প্রয়োজন।’

উল্লেখ্য, ১৯৮১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব অনুযায়ী প্রতিবছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সারা বিশ্বে আন্তর্জাতিক শান্তি দিবস পালন করা হয়। এর লক্ষ্য যুদ্ধবিহীন বিশ্ব প্রতিষ্ঠা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিশ্ব শান্তি দিবস,যুদ্ধবিরতি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close