reporterঅনলাইন ডেস্ক
  ২০ সেপ্টেম্বর, ২০২১

জালালাবাদ ও কাবুলে বোমা বিস্ফোরণের দায় স্বীকার আইএসের

ছবি : এএফপি

আফগানিস্তানের নানজারহার প্রদেশের রাজধানী জালালাবাদে তালেবান সদস্যদের ওপর সিরিজ বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট । গত শনিবার জালালাবাদে বোমা হামলায় কমপক্ষে ৩ জন নিহত ও ২০ জন আহত হন। রবিবারও শহরটিতে একই হামলার ঘটনা ঘটে।

এসব হামলার দায় স্বীকার করে আইএস জানায়, তাদের হামলায় ৩৫ জন তালেবান সদস্য হতাহত হয়েছেন। আইএসের এই দাবিতে অবশ্য তালেবানের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

প্রসঙ্গত, গত আগস্ট মাসে কাবুল বিমানবন্দরের কাছে আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ ২০০ জনের বেশি নিহত হন। এর দায়ও স্বীকার করেছিল আইএস।

গতকালের হামলা সম্পর্কে বার্তা সংস্থা এএফপি জানায়, তালেবান সদস্যদের বহনকারী একটি পিকআপ ট্রাক লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানান, এ হামলায় বেশ কয়েকজন তালেবান সদস্য আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

পিডিএসও/ফাতিমা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইএস,বোমা হামলা,তালেবান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close