reporterঅনলাইন ডেস্ক
  ১৫ সেপ্টেম্বর, ২০২১

কাবুল ছেড়েছেন বারাদার

সরকার গঠন নিয়ে দ্বন্দ্বে জড়ালেন তালেবান নেতারা

আফগানিস্তানে নতুন সরকার গঠন নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন তালেবান নেতারা। এর জেরে কাবুল ত্যাগ করেছেন তালেবানের অন্যতম শীর্ষ নেতা মোল্লা আব্দুল গনি বারাদার।

বুধবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, তালেবানের জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, দেশটির নতুন অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে মোল্লা আব্দুল গনি বারাদার এবং নতুন সরকারের শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিল-উর রহমান হাক্কানির মধ্যে বাক-বিতণ্ডা হয়।

মোল্লা আব্দুল গনি বারাদারকে সম্প্রতি প্রকাশ্যে দেখা না যাওয়ার পর থেকেই আফগানিস্তানে নতুন সরকার গঠন নিয়ে দ্বন্দ্ব চলছে বলে খবর বের হয়। তবে তালেবান আনুষ্ঠানিকভাবে এসব খবর প্রত্যাখ্যান করেছে।

সূত্র জানায়, তর্কের শুরু নতুন অন্তর্বর্তী সরকারের কাঠামো নিয়ে বারাদারের অসন্তুষ্টি থেকে। তালেবানের বিজয়ের প্রকৃত দাবিদার কে, তা নিয়েও দ্বন্দ্ব দেখা দেয়। বারাদার মনে করেন, এ বিজয় এসেছে তার মতো কূটনীতিকদের কারণে। কিন্তু হাক্কানি গ্রুপের মতে, যুদ্ধের মাধ্যমেই এসেছে বিজয়।

পিডিএসও/ফাতিমা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আফগানিস্তান,আব্দুল গনি বারাদার,বাক-বিতণ্ডা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close