reporterঅনলাইন ডেস্ক
  ১২ সেপ্টেম্বর, ২০২১

ইরাকে মার্কিন ঘাঁটিতে ‘লাদেন ড্রোন’ হামলা

ইরাকের কুর্দিস্তান প্রদেশের রাজধানী এরবিলে মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। শনিবার এরবিল আন্তর্জাতিক বিমানবন্দর-সংলগ্ন এলাকায় এ হামলা হয়। খবর রয়টার্সের।

কুর্দিস্তানের আইনশৃঙ্খলা কর্মকর্তারা প্রাথমিকভাবে জানিয়েছেন, এরবিলের বিমানবন্দরের কাছে রকেট হামলা হয়েছে। অন্তত তিনটি রকেট ছোড়া হয়েছে বিমানবন্দর লক্ষ্য করে।

পরে কুর্দিস্তানের কাউন্টার টেররিজম ইউনিট তাদের বিবৃতিতে জানিয়েছে, বিমানবন্দরে রকেট নয়, ড্রোন হামলা হয়েছে। যে ড্রোনগুলো এক্ষেত্রে হামলাকারীরা ব্যবহার করেছে, সেগুলো বিস্ফোরকবাহী লাদেন ড্রোন ছিল।

হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে, ইরানের মদদপুষ্ট কুর্দি শিয়া মিলিশিয়া বাহিনী এ হামলার জন্য দায়ী।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ড্রোন হামলা,হামলা,ইরাক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close