reporterঅনলাইন ডেস্ক
  ১১ সেপ্টেম্বর, ২০২১

‘কোভিড-১৯ নিয়ে আমরা গভীর ঘুমে আচ্ছন্ন’

ফাইল ছবি

মহামারি কোভিড-১৯ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে রাষ্ট্রসমূহের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ ব্যাপারে তিনি সতর্ক করে বলেছেন, বিশ্ব ভুল পথে চলছে। কোভিড-১৯ একটি ঘুম ভাঙানিয়া ডাক, কিন্তু আমরা গভীর ঘুমে আচ্ছন্ন।

আগামী ২১ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রাক্কালে গুতেরেস দুঃখ করে বলেন, টিকা উৎপাদনকারী দেশসমূহ ২০২২ সালের প্রথমার্ধে বিশ্বের জনসংখ্যার ৭০ শতাংশের কাছে টিকা পৌঁছানোর লক্ষ্য পূরণে উৎপাদন বাড়াতে ব্যর্থ হয়েছে।

তিনি আরো বলেন, জীবন সংহারি জরুরি প্রয়োজনের সময়েও এক হওয়ার সমন্বিত ব্যর্থতা কোভিড-১৯ আমাদের দেখিয়ে দিয়েছে।

জলবায়ু বিষয়ক জাতিসংঘ শীর্ষ সম্মেলন বিলম্ব করার আহ্বান নাকচ করে গুতেরেস বলেছেন, এটি ভালো হবে না। বিলম্ব অনেক হয়েছে। বিষয়টি জরুরি।

নভেম্বরে স্কটল্যান্ডে জলবায়ু বিষয়ক জাতিসংঘ শীর্ষ সম্মেলন কপ-২৬ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু ভ্যাকসিন বৈষম্যের কারনে জলবায়ু কর্মীরা এটি স্থগিতের দাবি জানিয়েছে।

পিডিএসও/ইউসুফ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাতিসংঘ,মহাসচিব,এন্তোনিও গুতেরেস,কোভিড-১৯,গভীর ঘুম
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close