reporterঅনলাইন ডেস্ক
  ১৭ আগস্ট, ২০২১

ফেসবুক-হোয়াটসঅ্যাপে নিষিদ্ধ তালেবান

ফেসবুক কর্তৃপক্ষ তালেবানকে ‘জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়ে নিজেদের প্ল্যাটফর্মে নিষিদ্ধ করেছে। সেই সঙ্গে তালেবানকে সমর্থন করে পোস্টও নিষিদ্ধ করা হয়েছে।

তালেবানবিষয়ক পোস্ট দেখভাল ও তা মুছে ফেলতে ইতোমধ্যেই ফেসবুক কর্তৃপক্ষ আফগান বিশেষজ্ঞদের নিয়োগ দিয়েছে।

ফেসবুক জানিয়েছে, তাদের এই নীতি হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রামের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তারা যদি হোয়াটসঅ্যাপে তালেবানের সঙ্গে সংযুক্ত কোনো অ্যাকাউন্ট দেখতে পায়, তাহলে তার ব্যবস্থা নেবে।

নিজেদের প্ল্যাটফর্মে তালেবানবিষয়ক তথ্যের বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে সমালোচনার মুখে পড়েছে টুইটার ও ইউটিউবও। সূত্র : বিবিসি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফেসবুক,হোয়াটসঅ্যাপ,তালেবান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close