reporterঅনলাইন ডেস্ক
  ০৫ আগস্ট, ২০২১

কুয়েতে ঢুকতে মানা বাংলাদেশসহ ৫ দেশের প্রবাসীর

বাংলাদেশসহ পাঁচ দেশ থেকে প্রবাসীদের কুয়েতে প্রবেশের অনুমতি নেই। করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ হওয়ার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়।

তবে ১ আগস্ট থেকে কুয়েতে ফিরতে শুরু করেছেন বিভিন্ন দেশের আটকেপড়া প্রবাসী। দেশটির সরকার অনুমোদিত টিকা গ্রহণকারী প্রবাসীদেরই এই সুযোগ দেয়া হয়েছে।

সরকারি সূত্রের বরাত দিয়ে আরব টাইমস জানিয়েছে, কোভিডের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ—ভারত, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে প্রবাসীদের কুয়েতে প্রবেশের অনুমতি নেই। তবে চিকিৎসক, কূটনীতিক বা যারা করোনা কমিটি থেকে এন্ট্রি পারমিট পেয়েছেন, তারা কুয়েতে ফিরতে পারবেন।

স্থানীয় সূত্র জানায়, ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে ভ্রমণকারীদের সরাসরি প্রবেশের অনুমতি দেয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয় পরবর্তীতে যে সার্কুলার জারি করবে, সেসময় জানানো হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close