reporterঅনলাইন ডেস্ক
  ০৩ আগস্ট, ২০২১

হেলমান্দ প্রদেশে আফগান-তালেবান তীব্র লড়াই

ছবি : ইন্টারনেট

যুক্তরাষ্ট্র ও আফগান বাহিনীর বিমান হামলা সত্ত্বেও আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহের নিয়ন্ত্রণ নিতে প্রচণ্ড লড়াই চালিয়ে যাচ্ছে তালেবান যোদ্ধারা। তাদের আক্রমণের তীব্রতায় ইতোমধ্যেই পিছু হটতে শুরু করেছে আফগান বাহিনী।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সহায়তায় বিমান হামলা চললেও ভারি অস্ত্রশস্ত্র নিয়ে প্রাদেশিক এই রাজধানীর দখল নিতে আক্রমণ চালিয়েছে তালেবান। ইতিমধ্যে প্রদেশের একটি টেলিভিশন চ্যানেল দখল করে নেয়ার দাবি করা হয়েছে তালেবানের পক্ষ থেকে।

তালেবানের সঙ্গে লড়তে হেলমান্দ প্রদেশে কয়েকশ সেনা মোতায়েন করা হয়েছে। দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকেই আবার বিভিন্ন এলাকা দখলে তৎপর হয়েছে তালেবান।

প্রদেশটি তালেবানের দখলে চলে গেলে সেটি হবে আফগান সরকারের জন্য বড় ধরনের একটি ধাক্কা। আর লস্করগায়ের পতন হলে ২০১৬ সালের পর এটি হবে তালেবানের প্রথম কোনো প্রাদেশিক রাজধানী বিজয়।

বর্তমানে তালেবান যে তিনটি প্রাদেশিক রাজধানীর দখল নেয়ার চেষ্টা করছে তার একটি হচ্ছে এই শহর।

উভয়পক্ষের আক্রমণ থেকে প্রাণ বাঁচাতে শহরটির কয়েক হাজার বাসিন্দা প্রত্যন্ত এলাকার বিভিন্ন ভবনে আশ্রয় নিয়েছে।

পিডিএসও/ইউসুফ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আফগানিস্তান,তালেবান,হেলমান্দ প্রদেশ,তীব্র লড়াই,প্রাদেশিক রাজধানী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close